Xiaomi Poco F5 এর দাম কত বাংলাদেশে | Xiaomi Poco F5 price in Bangladesh


হ্যালো বন্ধুরা আজকে আমরা শাওমির নতুন upcoming ফোন Poco F5 নিয়ে কথা বলবো। এই ফ্লাগশিপ ক্যাটাগরির ফোন কিন্তু এই ফোনটি আপনাকে ফ্লাগশিপ ফোনের ক্যাটাগরির মূল্য তনা দিয়ে একটি বাজেট বাজেট অথবা মিড বাজেট ক্যাটাগরির মূল্য আপনাকে দিচ্ছে। যদিও এই ফোনটার প্রাইস এখনো প্রকাশ পায়নি। কিন্তু এর মূল্য আশা করা যায় 35 হাজার টাকা থেকে 40 হাজার টাকার মধ্যে থাকবে। এখন এই ফোনের সবচেয়ে হাইলাইটের বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। এই ফোনের হাইলাইটের বিষয়গুলোর মধ্যে থাকছে এর চিপসেট, চিপসেট খুবই পাওয়ারফুল একটি চিপসেট যা Snapdragon 888 chipset. এন্ড্রয়েড এর জগতে এমন কোন গেম নেই যা এই চিপসেটের রান করবে না। আর এতে আপনি রিফ্রেশের পাবেন 144Hz. মিম ক্যামেরা পাচ্ছেন 64 মেগাপিক্সেল ক্যামেরা। আরমিন ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন।  নেটওয়ার্কে ফাইভ জি সাপোর্ট পাচ্ছেন। রেম 512 জিবি পর্যন্ত। আরে স্টোরেজে পাচ্ছেন আরেকটি  256 জিবি আরেকটি 512 জিবি এর। 65 ওয়াট এর ফাস্ট চার্জিং পাচ্ছেন।

Xiaomi Poco F5  এর স্পেসিফিকেশন :

রিলিজ ডেট


এই ফোনটি রিলিজ ডেট এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি যদিও এর এক্সপেক্টেড রিলিজ ডেট 2022 সালের মিড এর দিকে ।

প্লাটফর্ম 


অপারেটিং সিস্টেম:এই ফোনটির ও এস ভার্সন Android 11
চিপসেট: এটির চিপসেট কোয়ালকম এর Snapdragon 888
সিপিইউ: এটির সিপিইউ octa-core সিপিও যা 2.84 গিগাহার্জের
গ্রফিক্স: গ্রাফিক্সে রয়েছে Adreno 660


ডিসপ্লে 



সাইজ: 6.7 inch এর ডিসপ্লে পাচ্ছেন।
টাইপ: সুপার AMOLED
রেজুলেশন: 1080×2400 পিক্সেল এর
প্রটেকশন: Corning Gorilla Glass প্রটেকশন আছে
HDR 10/HDR 10+: আছে
রিফ্রেশ রেট: আছে যা 144Hz এর

ক্যামেরা 



রেয়ার/মেইন ক্যামেরা: 
তিনটি ক্যামেরা আছে।
প্রথমটি 64 মেগা পিক্সেলের ওয়াইড অ্যাংগেল ক্যামেরা
দ্বিতীয়টি 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা।
তৃতীয়টি 8 মেগাপিক্সেলের এর টেলিফটো ক্যামেরা
ভিডিও কোয়ালিটি: 4K ভিডিও রেকর্ড করতে পারবেন

ফ্রন্ট/সেলফি ক্যামেরা: 
ফ্রন্ট ক্যামেরা একটি সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন। যেটি 24 মেগা পিক্সাল এর ওয়াইড অ্যাংগেল ক্যামেরা।
ভিডিও কোয়ালিটি: Full HD ভিডিও রেকর্ড করতে পারবেন

যোগাযোগ 


ওয়াই-ফাই: Wi-Fi 802.11
ওয়াই-ফাই ফিচারস:ওয়াইফাই ফিচারস এর মধ্যে আছে মোবাইল হটস্পট, Dual-band ও WiFi-Direct
ব্লুটুথ: আছে
জিপিএস:আছে
রেডিও:নেই
এনএফসি:আছে
ইউএসবি: Type-C


নেটওয়ার্ক 


সিম: দুইটি সিম ব্যবহার করতে পারবে
সিম টাইপ: Nano-Sim
নেটওয়ার্ক মোড: 2G, 3G,4G ও 5GG সাপোর্ট আছে।

মেমোরি 


রেম: 12GB রয়েছে
রেম টাইপ:
ইন্টার্নাল স্টরেজ: 256/512 জিবি
এক্সটার্নাল/এক্সপেন্ডেবল মেমোরি: সাপোর্ট করে

সাউন্ড 


লাউডস্পিকার: আছে, সাথে স্টেরিও স্পিকার আছে
হেডফোন জেক: 3.5 ন্যানোমিটারের জেক নেই।

ব্যাটারি 


ধারনক্ষমতা: 4200 এম্পিয়ার
টাইপ: লিথিয়াম পলিমার
রিমুভেবল/নন-রিমুভেবল: নন-রিমুভেবল
চার্জিং: 65 ওয়ার্ডের ফাস্ট চার্জিং পাবেন
ওয়্যারলেস চার্জিং: নেই
কেবল: ইউএসবি type-c ক্যাবল পাবেন

সেন্সর 


ফিঙ্গারপ্রিন্ট : আছে
ফিঙ্গারপ্রিন্ট টাইপ: Ultrasonic ফিঙ্গারপ্রিন্ট পাবেন।
Gyroscope: আছে 

Post a Comment

0 Comments