গুগল এর pixel 7 pro হলো গুগলের upcoming flagship ফোন। যা গুগলের pixel 6 pro এর নতুন ভার্সন। এতে অরো নতুন নতুন টেকনোলোজি ও ফিচার ব্যবহার করা হয়েছে যা আপনার মোবাইলের performance আরো বাড়াবে।
গুগল pixel 7 pro এর স্পেসিফিকেশন :
নেটওয়ার্ক
রিলিজ ডেট
আশা করা যায় ২০২২ সালের অক্টোবরের প্রথম দিকে রিলিজ পেতে পারে ।
ডিসপ্লে
এই ফোনে ৬.৭১ ইঞ্চির 120Hz এর LTPO এমোলেটেড HDR10+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেসুলেশন 1440×3120 পিক্সেল। এতে Corning Gorila Glass Victus প্রটেকশন সাপোর্ট রয়েছে।
প্লাটফর্ম
অপারেটিং সিস্টেম Android 13 দেওয়া হয়েছে ।
চিপসেট Google Tensor G2 (4 nm Technology) ব্যবহার করা হয়েছে। যার CPU octa core এবং GPU Mali G710 MC10।
মেমোরি
এতে কোনো Card Slot নেই।
ইন্টারনাল স্টোরেজ: 128 GB, 256 GB যার UFS 3.1
রেম পবেন 12 GB।
ক্যামেরা
এতে মেন কেমরায় ৩টি ক্যামেরা পাবেন।
যপ্রথমটি ৫০ মেগাপিক্সেল এর ২৫মি.মি এর ওয়াইড এঙ্গেল সাপোর্ট ।
দ্বিতীয়টি 48 মেগাপিক্সেল এর 120 মি.মি এর Telephoto সাপোর্ট ।
তৃতীয়টি 12 মেগাপিক্সেল এর 17 মি.মি এর Ultrawide সাপোর্ট ।
Video Quality পাবেন 4K@30/60fps, 1080p@30/60/120/240fps
আর সেলফি কেমেরায় রয়েছে 10.8 মেগাপিক্সেল এর 21 মি.মি এর Ultrawide সাপোর্ট ।
Video Quality পাবেন 4K@30fps, 1080p@30/60fps
আওয়াজ
এতে loudspeaker আছে স্টেরিও স্পিকার এর সাথে।
৩.৫ ন্যানোমিটার এর কোনো জেক নেই।
যোগাযোগ
WLAN: Wi-fi 802.11,Dual Band, Wi-fi Direct এবং হটস্পট সাপোর্ট রয়েছে
ব্লুটুথ সাপোর্ট আছে।
জিপিএস রয়েছে।
এনএফসি সাপোর্ট আছে।
Radio সাপোর্ট নেই।
USB Type C-3.1।
ব্যাটারি
Non removal লিথিয়াম 5000 mAh ব্যাটারি রয়েছে।
30W এর fast charging রয়েছে। যা দিয়ে ৩০ মিনিটে 50% চার্জ করতে পারবেন।
First Wireless Charging সাপোর্ট রয়েছে যা 23W এর।
এর মূল্য প্রায় ৯০,০০০ টাকা
0 Comments